অটোরিকশা চলাচলের বিষয়ে উচ্চ আদালতের রায়েই সমাধান: স্বরাষ্ট্র উপদেষ্টা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-24 15:21:50

অটোরিকশা চলাচলের বিষয়ে উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে এ সমস্যার সমাধান বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যাটা সমাধান হবে। 

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সবার শেষে উপদেষ্টা এ কথা জানান।

সড়কে অটোরিকশা বন্ধে কি সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্চ আদালত অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। এখন এর সমাধান উচ্চ আদালতই দেবেন। এখন যদি এটা নিয়ে আমি একটা উত্তর দেই, সেটাতে আদালত অবমাননা হয়ে যেতে পারে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আস্বে, সেই নির্দেশনা মতেই আমরা কাজ করবো। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যাটা সমাধান হবে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। ধীরে ধীরে আরো উন্নতি হবে বলে আমরা আশাবাদী।

এদিকে আজ রোববার (২৪ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। ফলে পল্টন থেকে হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে কদম ফোয়ারা সড়কের যানচলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভোগান্তিতে পরেছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা। 

এ সম্পর্কিত আরও খবর