ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতাল ভাঙচুর

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-24 16:19:06

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট ভাঙচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

রোববার (২৪ নভেম্বর) দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী হাসপাতালের সামনে জড়ো হয়। এ সময় তারা শ্লোগানসহ হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে।

দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। ১৪টি কলেজের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন। কলেজগুলো হলো- মোল্লা মাহবুবুর রহমান কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ, সরকারি তোলারাম কলেজ, তেজগাঁও সরকারি কলেজ, ধনিয়া কলেজ, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পবলিক কলেজ, সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজ, শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী কলেজ ও ক্যামম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন। হাসপাতালের প্রধান ফটক আটকানো থাকায় উত্তেজিত শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝানোর চেষ্টা করতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে।

আন্দলোনরত শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিত হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিক্যালে ভর্তির দুইদিন পর ১৮ নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা নিহত শিক্ষার্থীকে নেশাগ্রস্থ ছিল বলে পাল্টা অভিযোগ করেন।

ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে তারা সেদিন চলে যান। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আজ আশপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালের সামনে জমায়েত হয় ও ভাঙচুর চালায়।

এ সম্পর্কিত আরও খবর