পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ।
রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে সদর ইউনিয়নের পক্ষিয়া এলাকার মো. সাইফুল ইসলাম নামের এক জেলের জালে এটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপটি ধরা পড়ার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি জব্দ করেন।
উপজেলা প্রশাসন ও প্রাণী সুরক্ষা সংগঠন ‘অ্যানিমেলস লাভার’ টিমের সমন্বয়ে কচ্ছপটিকে নিরাপদে পানপট্টি লঞ্চঘাট এলাকার সাগর মোহনায় অবমুক্ত করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এই ধরনের কচ্ছপ প্রজাতি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে সাগরে অবমুক্ত করে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
অবমুক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পক্ষিয়া বিট কর্মকর্তা জামাল হোসেন এবং ‘অ্যানিমেলস লাভার’ টিমের লিডার মো. সোহেল হোসেন রাসেল।
এ ঘটনাটি এলাকার মানুষের মধ্যে একদিকে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি পরিবেশ রক্ষায় বন বিভাগের উদ্যোগকে প্রশংসা করেছে স্থানীয়রা।