চট্টগ্রাম পলিটেকনিকে হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-11-25 21:29:17

ছাত্রাবাসের আসন বরাদ্দের জেরে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা পরীক্ষা বয়কটের পাশাপাশি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এমন দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো রাজনীতি চাই না। আমরা সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে হলে ওঠতে চাই। আমাদের মেধা ও দূরত্বের ভিত্তিতে আমাদের হলে সিট দেওয়া হয়েছে। তারপরেও আমাদের ওপর হামলা কেন হলো? তাই দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম পলিটেকনিক্যালের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারিসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রইসুল ইসলাম ফাহিম বলেন, আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করছিলাম। হঠাৎ বহিরাগত কিছু লোক ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। প্রশাসন ছাত্রাবাসের আসন বরাদ্দ দিয়েছেন। স্বাভাবিকভাবে বৈধ শিক্ষার্থীরা সেখানে ওঠে। কিন্তু সন্ত্রাসীরা এটা মেনে নিতে পারছে না। তারা ক্যাম্পাসকে অস্থীতিশীল রাখতে চাচ্ছে। শুধু তাই নয়, বহিরাগত সন্ত্রাসীরা গতকাল (রবিবার) রাতের আঁধারে ছাত্রবাসের ওঠা শিক্ষার্থীদের আসবাবপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমরা শিক্ষার্থীদের ওপর হামলা ও লুটপাটের বিচার চাই।

গত বুধবার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্রাবাসে আসন বরাদ্দের তালিকা প্রকাশ করে পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। পরের দিন বৃহস্পতিবার ছাত্রাবাসের আসন বরাদ্দের জেরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন আহত হন। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে তাদের ওপর হামলা করেন। আর ছাত্রদলের নেতারা বলছেন, ছাত্রশিবিরের কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। হামলার পর থেকে শিক্ষার্থীরা দুটি অংশে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন।

এ সম্পর্কিত আরও খবর