থানায় আটকে পুলিশ নির্যাতন চালা নোর অভিযোগে বরিশালে ১২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার, কোতোয়ালি মডেল থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা।
সোমবার ( ২৫ নভেম্বর ) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কামাল হোসেন আদালতে মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি মেট্রোপলিটন (সদর আমলি) আদালতের বিচারক নুরুল আমিন আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন: সাবেক সহকারী পুলিশ কমিশনার (সদর সার্কেল) রাসেল,কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন, উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, ফিরোজ, শামিম, দ্বীপায়ন,কনস্টেবল ইউনুস, এএসআই নজরুল ইসলাম, মেহেদী হাসান, কনস্টেবল হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম এবং নয়ন চন্দ্র সরকার ।
২০১৮ সালে এই পুলিশ সদস্যরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় এবং নগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। মামলার নথি অনুযায়ী, মাওলানা কামাল হোসেনকে ২০১৮ সালে পুলিশ বাদী মামলায় চার মাস ২২ দিন কারাবন্দি রাখা হয়। ওই সময়, থানায় বসে কামাল হোসেনের ওপর পুলিশ নির্যাতন চালায়। ঘটনার বিচার চেয়ে তিনি ছয় বছর পর আদালতে মামলা করেছেন।