বাংলাদেশ সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের কারণে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতির মাধ্য এই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সনাতন সম্মিলিত জোটের মুখপাত্রকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুর করে দেওয়ার বিষয়টি আমরা বেশ উদ্বেগের সঙ্গে দেখছি।
এছাড়া, বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট করা, বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় নিয়ে তারা বেশ উদ্বিগ্ন।
একইসঙ্গে, চিন্ময় কুমার দাসের গ্রেফতারের প্রতিবাদকারীদের ওপর হামলার নিন্দাও জানিয়েছে দেশটি।
বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।