‘নগরের সমস্যা সমাধানে অ্যাপ চালু হবে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 10:12:46

নগরের সব ধরনের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য নগর অ্যাপস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এই অ্যাপ’র মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে নগরীর সব ধরনের সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হবে। যদি এ সময়ের মধ্যে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা তার দায়িত্ব পালনে ব্যার্থ হন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘রাজনীতিতে আমি নতুন। আমি আপনাদের সবার কাছ থেকে শিখতে চাই। কারণ আমি শিখতে পছন্দ করি। আমি আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। পাশে থেকে আমি যে ঢাকার স্বপ্ন দেখি, সেই ঢাকা বাস্তবায়নে আমাকে সহায়তা করবেন। কারণ একমাত্র সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে পরিবর্তন করা সম্ভব।’

যেখানে অবৈধ দখলকারীরা থাকবে সেখান থেকেই তাদেরকে উচ্ছেদ করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমি খেটে খাওয়া মানুষের নগর পিতা হতে চাই। আমি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মোল্লাসহ ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইব্রাহিমপুর এলাকায় জনসংযোগ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর