পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে অবস্থিত ঘসেটি বেগমের নির্মিত ঐতিহাসিক মসজিদটি ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলা, বিহার এবং ওড়িশ্যার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে এবং নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম প্রায় সাড়ে ৩’শ বছর আগে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক স্থাপনাটি বিলীন হওয়ার পথে।
বাউফল উপজেলা পরিষদের তথ্য অনুযায়ী, মসজিদটির নির্মাণকাল সংক্রান্ত সঠিক ইতিহাস কোথাও সংরক্ষিত নেই। স্থানীয়দের মতে, মধ্যযুগে এই অঞ্চল জমিদারির প্রধান কেন্দ্র ছিল। তেঁতুলিয়া নদীর তীরবর্তী এই অঞ্চলে ঘুরতে এসে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘসেটি বেগম। তবে দীর্ঘ সময় ধরে রক্ষণাবেক্ষণের অভাব এবং সরকারী উদ্যোগের অভাবে আজ এই ঐতিহাসিক স্থাপনাটি অযত্নে পড়ে আছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় জনগণের মতে, মসজিদটি কেবল ধর্মীয় নয়, ঐতিহাসিক গুরুত্বেও গুরুত্বপূর্ণ। প্রাচীন এই স্থাপনাটি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রয়োজন। এটির সংস্কার করা গেলে এটি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ইতিহাসকে তুলে ধরতে সহায়ক হবে।