সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 00:05:38

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউইটি অফিসার মো.রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুল লাগার কারণ জানা যায়নি।

আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট কাজ করছে। হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ বলেন,  ভেতরে ছাড়া ভাবে আগুন, তবে অনেক ধোঁয়া। আমরা ভেতরে গিয়ে কাজ করছি, প্রথমে পানি সংকট ছিল। ভেতরে ফায়ার সার্ভিস, হাসপাতালের লোক ও পুলিশ রয়েছে। আল্লার রহমতে এখন সকল রোগীদের বের করতে সক্ষম হয়েছি। তারপরেও প্রতিটা রুমে গিয়ে সার্চ করছি। আশা করছি, আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে। আগুনের সূত্রপাত স্টোর রুম থেকে হয়েছিল বলে শুনেছি। গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে আগুনটি কয়েকটি রুমে ছড়িয়ে পড়েছিল। গেইট ভেঙে ভেঙে রুমগুলোতে গিয়ে কাজ করছি।

১৫ টি রুম পুড়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান আলী আহমেদ।

 

এ সম্পর্কিত আরও খবর