'কক্সবাজারে গ্রিন ট্যাক্স চালু করা উচিত'

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-11-29 23:37:32

কক্সবাজারে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন। ৮ দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। 

এসময় তিনি বলেন, কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। তাদের কারণে অনেক ময়লা আবর্জনা হয় কক্সবাজারে। বিশ্বের বেশিরভাগ দেশে সিটি ট্যাক্স বা গ্রিন ট্যাক্স দেওয়া হয় পর্যটকদের টাকায় তাদের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। কক্সবাজারেও সিটি ট্যাক্স বা গ্রিন ট্যাক্স চালু করা উচিত।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং কক্সবাজার জেলা প্রশাসন উদ্যোগে এবং কক্সবাজার পৌরসভা, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ, ইউএন ভলেন্টিয়ার্স বাংলাদেশ এবং ইয়াসিড এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, আমাদের লক্ষ্য কক্সবাজারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব পর্যটন গন্তব্যে পরিণত করা। এই ধরনের উদ্যোগ সে লক্ষ্যে আমাদের সহায়ক হবে। পরিচ্ছন্ন না হলে পর্যটকরা কক্সবাজারে আসতে চাইবে না।

এই ক্যাম্পেইনে ১৫০ জন স্বেচ্ছাসেবক এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করছেন, যারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। যার মধ্যে রয়েছে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিফলেট বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক স্প্রে, মাইকিং এবং সচেতনতা বৃদ্ধি। তাছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে ইয়াসিড মিউজিক স্বেচ্ছাসেবী দল লাইভ মিউজিক পরিবেশন করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ, ইয়াসিডের প্রতিষ্ঠাতা পরিচালক কায়সার হামিদ সহ অনেকে বক্তব্য রাখেন। 

এই ক্যাম্পেইনে ইয়ুথনেট, তারুণ্যের অভিযাত্রিক, ইয়ুথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইয়েস বাংলাদেশ, স্বপ্নতরী, অর্ণব, টুয়াক এবং কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি অংশগ্রহণ করে।

ক্যাম্পেইনের উদ্দেশ্য কক্সবাজার সমুদ্র সৈকত ও শহরকে পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানো। ক্যাম্পেইনটি চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর