জলাশয় দিয়ে কোন বাণিজ্য করা যাবে না: উপদেষ্টা ফরিদা আখতার

, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর | 2024-11-30 19:14:23

জলাশয় দিয়ে কোন বাণিজ্য করা যাবে না এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে মৎসজীবি ও প্রান্তিক খামারীদের সাথে মতবিনিময় তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মৎস ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, তিস্তাপাড়ের মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করছে।

তিনি আরও ভূমি মন্ত্রণালয়ের ভূল নীতির কারণে মানুষের জীবন-জীবিকা নষ্ট হচ্ছে, সরকার এসব নীতি পরির্বতনের চেষ্টা করছে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন জলাশয় বাণিজ্যিক কারণে কাউকে দেয়া যাবে না।

মাছের সরবরাহ বৃদ্ধিতে নদীতে অবৈধ জালের মাধ্যমে মাছ ধরা বন্ধের তাগিদ দেন তিনি। এরপর কেএনবি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মৎসজীবি ও প্রান্তিক খামারীদের সাথে মতবিনিময় করেন মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সম্পর্কিত আরও খবর