চালকের ফোনালাপে বাস উল্টে প্রাণ গেল যাত্রীর

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-26 18:29:16

খুলনায় চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নাসিমা বেগম (৪৫) নামের এক যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন বাসটির অন্তত ৩০ যাত্রী।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়কের ডুমুরিয়া চুকনগরের নরনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের উকড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চুকনগর থেকে বাসটি যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসস্ট্যান্ড ছাড়ার সময়ই (খুলনা মেট্রো-জ ০৪-০০২৬) বাসের চালক মোবাইল ফোনে কথা বলা শুরু করে। এরপর বাসটি নরনিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাসিমা বেগম মারা যান।

কয়েকজন আহতের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রোকেয়া বেগম (৪২), বারিক গাজী (৪৮), আশরাফুল সরদার (৪০), রবিউল ইসলাম (৩৫), শিশু হাবিবা (২) ও স্বপ্না বেগম (২৫)।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিপ্লব বার্তা২৪.কমকে বলেন, বাসের যাত্রীরা বলেছেন, চালক মোবাইলে কথা বলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা ঘটেছে। থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ করেছেন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর