দেশের বৃহত্তম জুমার জামাত টঙ্গী ইজতেমায়

ঢাকা, জাতীয়

ইসলাম ডেস্ক | 2023-08-30 10:51:13

আলমি শুরার তত্ত্বাবধানে চলা বিশ্ব ইজতেমার প্রথম দিনের জুমার নামাজে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশ এলাকার মুসল্লিরা বিশ্ব ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন।

শুক্রবার ইজতেমার ময়দানে দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহত্তম জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের। দুপুর ১টা ৪২ মিনিটে নামাজ শুরু হয়।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ আছর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। আলমি শুরার তত্ত্বাবধানে ইজতেমার আখেরি মোনাজাত শনিবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে মাওলানা সাদপন্থীদের ইজতেমা শুরু হবে, শেষ হবে সোমবার (১৮ ফেব্রুয়ারি)।

ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরব্বিরা ঈমান-আমল, ভ্রাতৃত্ববোধ, ঐক্য-সংহতি ও জীবনের অন্যান্য বিষয়গুলোর ওপর বয়ান করছেন।

এ সম্পর্কিত আরও খবর