অস্ত্রসহ সোনাতলার সাবেক মেয়র জাহাঙ্গীর গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2024-12-04 14:04:25

বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেফতার করা হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেফতারের সময় জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর