'বাসার মালামাল লুট করতেই অধ্যক্ষকে হত্যা করা হতে পারে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-09-01 20:19:37

ইডেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার পেছনে বাসার মালামাল লুট করার উদ্দেশ্য থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। তবে বিষয়টি নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিউমার্কেট থানায় রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান।

মারুফ হোসেন সরদার বলেন, 'নেত্রকোনার ইটনা থানার ফতেপুর গ্রাম থেকে হত্যায় জড়িত স্বপ্না ওরফে রীতা আক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাহফুজা পারভীনের ভ্যানিটি ব্যাগ, একটি স্বর্ণের চেইন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।'

হত্যায় জড়িত অপর গৃহকর্মী রেশমা ওরফে রুমাকে গ্রেফতারের সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আগে থেকে পুলিশ হেফাজতে ছিলেন গৃহকর্মীর যোগানদাতা রুনু ওরফে রাকিবের মা (৪৫)। তবে হত্যাকাণ্ডে এখনো তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি বলেন, 'দুই গৃহকর্মী কাজ নেওয়ার সময় যেসব তথ্য দিয়েছিলেন তা সব ভুল ছিল। ফলে তাদের ধরতে বেগ পেতে হচ্ছে। রীতাকে গ্রেফতার করা হলেও রুমাকে গ্রেফতার সম্ভব হচ্ছেনা। রুমার সম্পর্কে কোনো তথ্যও দিতে পারছেনা রীতা।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত রীতা আমাদের যে তথ্য দিয়েছেন তার 'ক্রসচেক' করতে হবে। সেজন্য রুমাকে গ্রেফতার করা দরকার। তাছাড়া আমরা হত্যার কারণ স্পষ্ট করে বলতে পারব না। তবে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে বাসার মালামাল লুট করার জন্য তারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।'

বাসায় গৃহকর্মী রাখার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, 'হত্যার সাত দিন আগে রুমা কাজে যোগ দেন। এরও কিছুদিন আগে রীতা ওই বাসায় কাজ শুরু করেন। গৃহকর্মীদের সব তথ্য সংগ্রহ করে রাখুন এবং নিকটস্থ থানায় জমা দিন। এতে তাদের তথ্যও থানায় সংরক্ষিত থাকবে।'

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। ঘটনার সময় নিহতের স্বামী ইসমত কাদির গামা বাসায় ছিলেন না। পরে তিনি বাসায় এসে পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। কাদির গামা বাদি হয়ে দুই গৃহকর্মীকে আসামি ও তাদের কাজ পাইয়ে দেওয়া রাকিবের মাকে সন্দেহভাজন করে মামলা করেন। মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর