স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ: বদিউল আলম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-08 16:33:45

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে চান তারা। স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের।

তিনি বলেন, যতদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততদিন আমরা সংস্কার প্রস্তাব নেবো। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার রাষ্ট্র সংস্কারের ওপর জোর দেয়। তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামায়াতে ইসলামীও গত কয়েক দিনে দুবার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছে।

এ সম্পর্কিত আরও খবর