পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রার পারদ নামল ১২.৬ ডিগ্রিতে

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-12 11:30:05

তীব্র শীত আর কনকনে হিমশীতল বাতাসে তীব্র শীতে কাঁপছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২ দশমিক ৬ ডিগ্রিতে। রাতভর ঘন কুয়াশার পাশাপাশি হিমালয়ান হিমশীতল বাতাসে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ে কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। কনকনে শীতে পুরো জেলা জুড়ে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশায় সূর্যের আলোও ঠিকমতো পড়ছে না। সকাল দশটার পর সূর্যের আলো দেখা গেলেও তেজ বলতে গেলে একদমই নেই। তাতে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সন্ধ্যা ৬টা থেকে সকাল দশটা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে।

কনকনে শীতে চরম দুর্ভোগে দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। ঘন কুয়াশায় সকালেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের। সকাল দশটার পর তাপমাত্রা একটু বাড়লেও বিকাল না হতেই ফের শীত পড়া শুরু হয়। ফলে শ্রমজীবীরা সময়মত কাজে যেতেও পারছেন না।

তেঁতুলিয়া আবহাওয়া বলছে, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।

এ সম্পর্কিত আরও খবর