সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন র‍্যাবের ডিজি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-12 12:44:44

রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ ব্রিফিং করছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুল রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর বারোটায় এ ব্রিফিং শুরু হয়।

র‌্যাব ডিজি বলেন, ৮ আগস্ট বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিই। সেসময় কোনো সরকার ছিল না। জনগণকে সঙ্গে নিয়ে র‌্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করে। বিশেষ করে আনসার বিদ্রোহ এবং গার্মেন্টেসে অরাজকতা তৈরি হয়। এর বাইরে বিদ্যুৎখাতে কিছু অসৎ কর্মকর্তা অরাজকতা তৈরির চেষ্টা করে। যা র‌্যাব প্রতিহত করে। র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে ছয়হাজার কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে র‍্যাব কর্তৃক ৭ খুনসহ র‍্যাবের হাতে নিহত ও গুমের শিকার পরিবারের কাছে আমরা ক্ষমা চেয়েছি। তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি। কারণ পরিবার যদি ক্ষমা না করে তাহলে এই দায় থেকে নিস্তার পাওয়ার রাস্তা নেই। পাশাপাশি সরকার গুম কমিশন গঠন করেছে। তারা তদন্ত করছে। এই তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিচার হবে।

এ সম্পর্কিত আরও খবর