‘২০২০ সালে দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবে ঢাকা’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 17:43:01

ঢাকা শহরের যেকোনো দুর্যোগ মোকাবেলায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার ফলে ২০২০ সাল নাগাদ ঢাকা যেকোনো দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

শনিরার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশের অগ্নি নিরাপত্তা চ্যালেঞ্জ ও তার সমাধান’ শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন মেয়র। আলোচনা সভার আয়োজন করে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। 

মেয়র সাঈদ খোকন বলেন, ‘হাজারো রকমের সমস্যা আছে, তার মধ্যে একটি হচ্ছে ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্সে লোকবল, ইকুয়েপমেন্টের সমস্যা। কিন্তু আমাদের এই সমস্যা আস্তে আস্তে কমে আসছে। ফায়ার সার্ভিসে নতুন নতুন ইকুয়েপমেন্ট যোগ হয়েছে।’

‘আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা নিরাপদ শহর, সেক্ষেত্রে পৌঁছুতে হলে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। সময়ের সাথে সাথে আমাদের সক্ষমতাও বৃদ্ধি পাবে।‘

মেয়র বলেন, ‘বড় বড় বিল্ডিংয়ের পাশাপাশি সাধারণ বস্তুতেও আগুন লাগার ঘটনা ঘটে। অনেক সময় পত্রপত্রিকায় বা আলাপ আলোচনায় শুনে থাকি ঐসব বস্তিতে অগ্নিকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়। কিন্তু এর কোনো সূত্রপাত বা কারণ জানা যায় না বা এইটা নাশকতা বা অন্য কিছু তা জানা যায় না। যদি নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে যেন অন্তত একটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমেদ খান, স্থপতি মোবাশ্বের হোসেন, ঢাকা ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুল হাসান, তিতাস গ্যাসের ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, রাজউকের কর্মকর্তা সাঈদ নূর আলম প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর