কোটা-বয়সীমার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:21:26

সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা হয়েছে এমন- একটি সংবাদ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ঐ সংবাদে ওবায়দুল কাদেরের বক্তব্য জুড়ে দেওয়া হয়। সংবাদটি মিথ্যা আর ফেইক নিউজ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, ‘সরকারের সিদ্ধান্তের আগে আমি কিভাবে বলবো? আমি সরকার এবং পার্টির রেসপনসিবল জায়গায় আছি। কাজেই আমার ইরেসপনসিবল কোনো কথা বলা উচিত নয়।’

তিনি বলেন, ‘কোটা ও বয়সসীমা বৃদ্ধির বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত সরকারি পর্যায়ে এখনো হয়নি। কাজেই আমি কোথায় মন্তব্য করলাম? আমি তো জানি না। এটা ফেইক নিউজ, টোটালি ফলস নিউজ। টোটালি ফলস এন্ড ফেব্রিরিকেট নিউজ।’

এ সম্পর্কিত আরও খবর