ডব্লিউবিবি ট্রাস্টের ২০ বছর পূর্তি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 11:01:06

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর ২০ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর রায়েরবাজারের জাফরাবাদে অবস্থিত সংস্থার মূল কার্যালয়ে এ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানাতে ডব্লিউবিবি ট্রাস্ট কার্যালয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোজাহেরুল হক, গাইবান্দা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, পুলিশের সাবেক আইজিপি এনামুল হক, সাবেক পররাষ্ট্র সচিব কামাল উদ্দিন ও পরিবেশ বাচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের।

এছাড়া দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন সংস্থ্যার সারাদেশের বিভিন্ন জেলা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থ্যা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, পরিবেশ, নগর পরিবহন ও পরিকল্পনা, পানির উৎস সংরক্ষণ, অর্থনৈতিক ও সামাজিক সমতা বিষয়ে নীতি গ্রহণ এবং বাস্তবায়নে সহযোগী ভূমিকা পালন করে থাকে।

এ সম্পর্কিত আরও খবর