মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার ভিডিপি: মহাপরিচালক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রংপুর | 2024-12-14 15:43:04

আনসার ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব বলেছেন- নতুন এই বাংলাদেশে নতুন রূপে আনসার ভিডিপি বাংলার মাটি ও মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করবে, তা দৃশ্যমান হচ্ছে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রগুলোতে আনসার ভিডিপির ভূমিকা বাড়াতে চান তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ভিডিপি মহাপরিচালক বলেন, তিনটি শক্তিতে এক জায়গায় এনে একত্রিত করে বৃহত্তর জনগোষ্ঠীকে কীভাবে সেবা দেয়া যায় সে লক্ষ্যে কাজ করছি আমরা। ইতিমধ্যে এগুলো দৃশ্যমান হচ্ছে। আমাদের আরও কিছুসময় লাগবে, জাতি তৃণমূল পর্যায়ে দেখতে পাবে এটি।

এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস),জেলা কমান্ডেন্ট রাশেদুল ইসলাম, সার্কেল অ্যাডজুটেন্ট রাসেল আহমেদ প্রমুখ।

এই কর্মসূচিতে দুস্থ, শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বর বিতরণ করা হয়। চলতি মীত মৌসুমে উত্তরাঞ্চলের সমগ্র জেলায় দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর