৮০০ বছর পর ব্রাহ্মণ সম্মেলন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:02:55

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) নিরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘প্রায় ৮০০ বছর পূর্বে রাজা বল্লাল সেনের শাসনামলে ভারতবর্ষে ব্রাহ্মণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে ব্রাহ্মণদেরকে নিয়ে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে আমার জানা নেই। সনাতন ধর্মালম্বীদের কল্যাণে আমরা আজ ব্রাহ্মণ সম্মেলন করতে সক্ষম হয়েছি।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য বলেন, ‘সমাজের মানুষদের শিক্ষা-দীক্ষা সামাজিক ও ধর্মীয় উন্নয়নে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় এদেশের জনগণ ব্রাহ্মণ সম্প্রদায়কে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যখন মানুষ উচ্ছৃঙ্খল জীবন যাপন করত তখন ব্রাহ্মণরা সংস্কৃত কলেজ, মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করে সমগ্র বিশ্বকে শিক্ষার আলোয় আলোকিত করতে সচ্ষ্টে ছিল।’

তিনি আরও বলেন, ‘এক সময় প্রতিটি ব্রাহ্মণ পরিবার ছিল এক একটি করে শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কৃত শিক্ষা ব্যবস্থা বিলুপ্তির ফলে আমাদের সনাতন ধর্মালম্বীদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের শাশ্বত ধর্মগ্রন্থ শুদ্ধরূপে চর্চা করতে পারছি না।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ তাদের কয়েকটি উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগী মনোভাব প্রকাশের জন্য সরকারকে আহ্বান জানায়।

উদ্দেশ্যগুলো হলো

বাংলাদেশ সনাতন ধর্মীয় উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বর্তমান সংস্কৃত টোল চতুষ্পাঠী ও কলেজে নিয়োজিত শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি, অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক সংস্কৃতি শিক্ষা ব্যবস্থার প্রচলন ও সংস্কৃত ভাষা চর্চা, দেশের সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পণ্ডিত নিয়োগ করা, সনাতন ধর্মালম্বীদের দেব-দেবীর পূজায় ব্রাহ্মণদের সুযোগ করে দেওয়া, মন্দিরের পুরোহিতের সরকারি কোষাগার থেকে সম্মানী ও মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ব্রাহ্মণ সংসদের উপদেষ্টা জীবন লাল গোস্বামী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নির্বাহী সভাপতি অসিত কুমার মুকুটমণি, সিনিয়র সহ-সভাপতি সাগর কৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি নেপাল চক্রবর্তী, রংপুর বিভাগীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ উদয় শংকর চক্রবর্তী, খুলনা বিভাগের মহাসচিব অধ্যাপক অখিল চক্রবর্তীসহ ব্রাহ্মণ সংসদ কমিটির সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর