‘জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-14 20:52:03

বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদাররা বাঙালি জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল বলেন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মো. জিয়াউদ্দীন বলেন, ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পঙ্গু করতে চেয়েছিল। কিন্তু তাদের ত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমাদের দায়িত্ব হলো তাদের আদর্শে দেশকে আরও এগিয়ে নেওয়া।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, সৈয়দ মাহবুবুল হক ও মো. শরীফ উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের সম্মানে আমাদের সমাজে ন্যায়, সমতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও বুদ্ধিজীবী চেতনাকে জাগ্রত রাখা আমাদের দায়িত্ব।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সম্পর্কিত আরও খবর