ড্রাম ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, ট্রাকে আগুন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-12-18 22:56:23

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় কাকুলি আক্তার (২৭) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে বলে জানা গেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাকুলি আক্তার ওই এলাকার এসেনশিয়াল নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের মধ্যপাড়া, আকুলিচালা এলাকায় ওই কারখানা ছুটি দিলে শ্রমিকরা যার যার বাড়ি যাচ্ছিলেন। এসময় অবৈধ মাটি পরিবহনকারী ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে কাকুলি আক্তারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। ততক্ষণে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, অবৈধ ভাবে মাটি কেটে রাস্তা ধ্বংস করে ফেলেছে। আজকে একজন মানুষ মারলো। এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মাটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে এ খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

এ সম্পর্কিত আরও খবর