উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-12-20 14:57:18

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ছৈয়দ উল্লাহ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক জন শিশু নিহতের খবর পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, মাটিচাপায় এক জন নিহত হয়েছেন। আরও দুই জনকে জীবিত উদ্ধার হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর