লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইকার নিহত, আহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-21 14:52:51

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক অন্তর সরকার (ঢাকা শান্তিনগর এলাকার বাসিন্দা) মারা যান। তিনি বাইকার গ্রুপের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। আহত অপর আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক রাকিব বিন ইসলাম জানান, মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

স্থানীয়রা জানান, শীতের মৌসুমে কুয়াশার সঙ্গে লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে থাকে। এতে এ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর