চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে জমজমাট ভোটগ্রহণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-21 15:24:44

চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

হাসপাতালের পুরনো ভবন এবং মহিলা হোস্টেল ভবনে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে: সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন-রেজাউল করিম আজাদ প্যানেল এবং ডা. কামরুন নেছা রুনা-ডা. এম মাহফুজুর রহমান প্যানেল। এছাড়া সদস্য পদে লড়ছেন ৪৩ জন স্বতন্ত্র প্রার্থী। ২৪টি পদের মধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ৯ হাজার ৭৪৪ জন সাধারণ ভোটার এবং ৩৯৪ জন ডোনার ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশনার ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ৯৫০ শয্যার এবং ২১টি অন্তর্বিভাগে দৈনিক গড়ে ৮০০-৮৫০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। বহির্বিভাগে দিনে গড়ে প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর