মাহফিল থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, আহত ২০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2024-12-21 18:35:46

ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজীর আনন্দপুর এলাকায় মাহফিল থেকে ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানের মাহফিল শেষে ফেনীর পরশুরামে যাওয়ার পথে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে বাসটি মারাত্মকভাবে দুর্ঘটনায় পতিত হয়। এতে প্রায় ২০ জন আহত হয়েছে, এর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাসের যাত্রীরা পরশুরাম উপজেলার সলিয়া, চিথলিয়া, মির্জানগর ও বক্সমাহমুদ ইউনিয়নের বাসিন্দা।

বাসের একজন যাত্রী জানান, ঢাকা থেকে রিজার্ভ করা বাসটি ড্রাইভারের অপরিচিত রাস্তা ও কুয়াশায় আচ্ছন্ন থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে এমন দুর্ঘটনা ঘটেছে।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল বলেন, আহত ২১ জনকে আমরা চিকিৎসাসেবা দিয়েছি। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ভোরে বাসটি দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশের গাড়ি ও ১২-১৩ জনকে এবং সিএনজি অটোরিকশায় করে আরও ৫ থেকে ৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও খবর