বস্তিতে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চসিক

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 21:07:53

চট্টগ্রামের চাক্তাইয়ে ভেড়ামারা মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তিনদিনের খাবার সরবরাহের দায়িত্ব নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের থাকার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

রোববার (১৭ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনি ঘটনাস্থলে পরিদর্শন যান। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মেয়র নাছিনর।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাবারের দায়িত্ব নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পুর্নবাসনের পূর্বে থাকার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মেয়র।

এর আগে ঘটনা পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা অর্থের সহায়তার কথা জানান জেলা প্রশাসক মো.ইলিয়াছ হোসেন।

জানা যায়, শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাক্তাইয়ের ভেড়ামারা বস্তিতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সাতজনসহ আট জন মারা যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দশটি গাড়ি ৪৫মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কিত আরও খবর