ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রশাসনের

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-24 21:26:41

চট্টগ্রামের চাক্তাইয়ে ভেড়ামারা মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় উপমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তিন শতাধিক শাড়ি ও তিন শতাধিক লুঙ্গি বিতরণ করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আগামী তিনদিন খাবার সরবরাহেরর আশ্বাস দেন।

এছাড়া রাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল আর্থিক সহায়তা করবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চাক্তাইয়ের ভাড়ামারা বস্তিতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের সাতজনসহ আট জন মারা যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দশটি গাড়ি ৪৫মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে ইতোমধ্যে জেলা প্রশাসন চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

এ সম্পর্কিত আরও খবর