রাতেও খোলা থাকছে চমেকের কিডনি ডায়ালাইসিস সেন্টার

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম  | 2023-08-31 23:55:00

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) কিডনি ডায়ালাইসিস সেন্টারে রাতে সেবা পাচ্ছেন রোগীরা। রোগীর দুর্ভোগের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ কিডনি ডায়ালাইসিস সেন্টার রাতেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে রাতে খোলা না থাকায় রোগীদের চরম সমস্যা পড়তে হতো।

জানা গেছে, হাসপাতালে ভর্তি থাকা গরিব কিডনি রোগীরা মাত্র ৪৪১ টাকায় ডায়ালাইসিস সেবা পাচ্ছেন। বাইরের রোগীরা ২৪০০ টাকায় ডায়ালাইসিস করাতে পারছেন সেখান থেকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সরকার ২০১৭ সালের ৪ মার্চ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চমেক হাসপাতালের নিচতলায় ডায়ালাইসিস সেন্টারটি চালু করে। বর্তমানে এ  সেন্টারে রয়েছে ৩১টি মেশিন। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে বিকেল ৫টা, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনটি সেশনে রোগীরা এখান থেকে ডায়ালাইসিস সেবা নিচ্ছেন।

এ ব্যাপারে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসেন উদ্দিন আহমেদ বার্তা২৪কে বলেন, ‘হাসপাতালের কিডনি ডায়লাইসিস সেন্টারটি এখন থেকেও রাতেও খোলা থাকবে। ফলে রোগীর রাতে এদিক সেদিক ছোটাছুটি করতে হবে না। রোগীর চাপ বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রোগীদের উপকার হবে। এটি ভালো উদ্যোগ।

এখানে প্রতিদিন ১ হাজার রোগী সেবা নিচ্ছেন। রাতে বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগে পড়তে হতো। রোগীদের কথা বিবেচনা করেন শুক্রবার  ১৫ ফেব্রুয়ারি থেকে রাতেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।

এ ব্যাপারে স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসের আবাসিক চিকিৎসক ডা.মো. রেজাউল হাসান বার্তা২৪কে বলেন, ‘আগে চিকিৎসা না পেয়ে অনেক রোগী মারাও গিয়েছে। রোগীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আমরা চমেক হাসপাতারের ডায়ালাইসিস সেন্টারটি ২৪ ঘন্টা চালু রাখার উদ্যোগ নিয়েছি। এতে সরকারি বেসরকারি সব রোগীরা সুবিধা পাবে।

এ সম্পর্কিত আরও খবর