মেঘনায় জাহাজে ৭ খুন: দুজন ফরিদপুরের মামা-ভাগনে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2024-12-24 10:55:19

চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে হত্যার শিকার ৭ জনের মধ্যে দুইজনই মামা-ভাগনে। তাদের মধ্যে একজন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া। নিহতদের মধ্যে গোলাম কিবরিয়ার ভাগনে শেখ সবুজ। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনেরা।

জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানায়। নতুন বছরের ৩ জানুয়ারি বাড়িতে যাওয়ার কথা ছিল তার। ১০ জানুয়ারি ছোট মেয়ের বিয়ে। কিন্তু নির্মম হত্যার শিকার হলেন তিনি। মেয়ের বিয়ে দেখে যাওয়া হলো না তার।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এদিন রাতে খবর পেয়ে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে আসেন নিহতদের স্বজনেরা।

হাসপাতালে কথা হয় শেখ সবুজের ভাই ফারুক হোসেনের সঙ্গে। তিনি বলেন, নিহত সাতজনের মধ্যে মামা গোলাম কিবরিয়া ও আমার ভাই শেখ সবুজ আছে। মামা ৩০ বছর ধরে জাহাজের চাকরি করলেও ভাই সবুজ মাত্র দেড় মাস আগে যোগ দেয়। মেয়ের বিয়ে নিয়ে রোববার রাতে মামার সাথে শেষ কথা হয়েছিল। জানুয়ারিতে মেয়ের বিয়ের জন্য বাড়ি আসার কথা ছিল মামার।

চাঁদপুর সদর হাসপাতাল চত্বরে বারবার কান্নায় ভেঙে পড়েন ঢাকার মিরপুরের রিকশাচালক আনিসুল। তার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে মাজেদুল (১৬)। সবেমাত্র জেএসসি পরীক্ষা দিয়ে জাহাজে চাকরি নেয়। মাত্র ১৬ দিন আগে সে বাড়ি থেকে আসে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুরে। একই জেলার পলাশবাড়ী গ্রামের সজিবুল ইসলামও (২৯) নিহত হয়েছেন। তিনি এই জাহাজের গ্রিজারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর