বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাত ১০টার পর ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে সভাপতি পদে আমিরুল ইসলাম খসরু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও কাজী আল মামুনকে পরাজিত করেন।
সাধারণ সম্পাদক পদে এসএম জাকির হোসেন কাজী আবদুল্লাহ আল রাসেলের বিপক্ষে বিজয়ী হন।
নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব গ্রহণের পর প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার করেছেন।