হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2024-12-25 21:45:42

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারত থেকে অবৈধ পথে আসা ২ হাজার ৭৬০ কেজি জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট সীমান্তের তেলিখালি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের এর একটি টিম অভিযান চালিয়ে অবৈধ পথে আসা জিরা উদ্ধার করে।

৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, মঙ্গলবার হালুয়াঘাট সীমান্তের ১১১৯ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি নালিতাবাড়ি মায়াঘাসি এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে জিরার চালান দেশে নিয়ে আসে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল টিম খবর পেয়ে অভিযান চালায়। চোরাকারবারিরা বিষয়টি টের পেয়ে জিরা রেখে পালিয়ে যায়। জব্দকৃত ২ হাজার ৭৬০ কেজি জিরার আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।

তিনি আরো বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পাচারকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর