চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম শহর ব্যবসায়ীবান্ধব শহর হোক। ব্যবসায়ীরা এ শহরকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। এই শহর সবার, কারও একার নয়।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর বেকি কনভেনশন সেন্টারে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমরা সবাই মিলে গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলব। ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করব।
অনুষ্ঠানে প্রধান বক্তা নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, টেরিবাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। দেশ ও জাতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা আজকের অভিষেক অনুষ্ঠান আয়োজন করেছি। ২০১৭ সালের নির্বাচনে ব্যবসায়ী সমিতিতে রাজনীতির প্রভাব পড়েছিল। তবে ৫ আগস্টের পর মানুষের মাথার ওপর থেকে পাথর সরে গেছে। দ্রব্যমূল্য এখন সহনীয় পর্যায়ে আসবে, আমাদের সরকারকে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। আমি রাজনীতির সঙ্গে জড়িত হলেও সমিতির মধ্যে রাজনীতি প্রবেশ করতে দেব না। আমাদের কমিটির মেয়াদ ২ বছর। মেয়াদের একদিনও বেশি দায়িত্বে থাকব না। আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) ডিসি শাকিলা সুলতানা, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েন হোসেন।