প্রকল্প পরিচালকের কাছ থেকে সরকারি গাড়ি উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 10:07:01

ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক।কিন্তু  প্রকল্প শেষ হয়ে যাবার প্রকল্পের বরাদ্দকৃত গাড়ি সরকারের কাছে না ফিরিয়ে দিয়ে  দীর্ঘদিন সরকারি টাকা এবং সম্পদ ব্যবহার করে চলেছেন ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি সম্পদ ব্যবহার করছেন এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মাহবুব আলমের কাছ থেকে একটি সরকারি গাড়ি উদ্ধার করে। পরে তা আনা হয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে।

 
দুদক সূত্র জানায়, ঢাকা মেট্রো ঘ ১১৩৫৫৮ সিরিয়ালের ঐ গাড়িটি  প্রকল্প পরিচালকের পদ থেকে অব্যাহতি নেয়ার পরও দীর্ঘ আট মাস ধরে  ব্যবহার করছিলেন। দুদক আরো জানায়  কাছে উক্ত গাড়িচালকের উপস্থাপিত তথ্যে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে “হাঁস প্রজনন প্রকল্প” নামক প্রকল্পের মেয়াদ শেষ হয়। অথচ উক্ত প্রকল্পের প্রোজেক্ট পরিচালক ডাঃ মাহবুবুল হক গত ৮ মাস যাবৎ অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ মাসে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাথমিক তথ্যাবলি সংগ্রহের পর গাড়িটি অধিদপ্তর কর্তৃপক্ষের নিকট ফেরত দেয়া হয়। 

এছাড়াও তিনি কৃষিবিদ ইন্সটিটিউট এরও নেতা বলে জানায় সুত্র । 

এ সম্পর্কিত আরও খবর