সিরাজদিখানে ভোক্তা অধিকারের জরিমানা আদায়

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ | 2024-12-30 19:01:15

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিরাজদিখান বাজারের দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।

প্রথমে সিরাজদিখানের ওয়ান বেকার কেক হাউজে মনিটরিং কারেন। এ সময়ে দেখতে পান অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, উৎপাদিত কেকে উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বিক্রি করছেন। এই অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে এছাড়া হাজী আদর্শ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালালে সেখানেও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা, দই, রসমালাই এর প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। একই আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক জনাব মো: নাসির উদ্দীন ও সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।

এ সম্পর্কিত আরও খবর