খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলিত জীবনের দিকে ধাবিত করে: সরওয়ার আলমগীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, চট্টগ্রাম | 2024-12-30 23:14:05

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে আয়োজিত ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্টের খেলা আগামী ২ জানুয়ারি থেকে ফটিকছড়ি মাঠে শুরু হবে। এ উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ করে এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা। খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাপূর্ণ জীবনের দিকে ধাবিত করে। ফটিকছড়ি থেকে এর আগে অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরেছেন। আমি বিশ্বাস করি, এ টুর্নামেন্ট থেকেও ভবিষ্যতে চট্টগ্রাম ও দেশের গর্ব হয়ে উঠবে এমন খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন, আমরা চাই ফটিকছড়ি যেন খেলার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হলে যুবসমাজ আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. শাহজাহান। তিনি বলেন, ফটিকছড়ি যুবসমাজের জন্য এমন আয়োজন প্রশংসার দাবিদার। এর মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশারাফুল আনোয়ার মশুর সভাপতিত্বে ও টুর্নামেন্টের সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।

এ সম্পর্কিত আরও খবর