সাভারের আশুলিয়ায় একটি বাজারে মশলা ও নিষিদ্ধ পলিথিনের পাইকারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় রমজান আলী সুপার মার্কেটের একটি দোকানে আগুন লাগে। এসময় মার্কেটে থাকা আরও আটটি দোকানে আগুন ছড়িয়ে পরে। অধিকাংশ দোকানে ছিল নিষিদ্ধ পলিথিন।
প্রত্যক্ষদর্শী মো. আকবর হোসেন বলেন, আমরা একটি দোকান থেকে ধোয়া বের হতে দেখি। পরে দোকানের শাটার ভেঙ্গে ফেলার পর ভেতরে আগুন দেখতে পাই। ওই দোকান থেকে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। দোকানে পলিথিন ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে বেশিরভাগ দোকানগুলোতে ছিল পলিথিন এবং প্লাস্টিক ব্যাগের দোকান। মসলা দোকান থাকলেও অধিকাংশ দোকানে পলিথিন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে আড়ৎ এর একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের মাত্রা বেশি থাকায় আশপাশের দোকানেও ছড়িয়ে পরে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড স্টেশন থেকে প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্ত আগুন আশপাশে ছড়িয়ে পড়লে জিরাবো স্টেশন থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের জোন-ফোর ডিএডি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমরা ১০টা ৪৫ মিনিটের দিকে খবর পাই। তখন ডিইপিজেড স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে যোগ দেয় । দেড় ঘণ্টা চেষ্টার পর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।