পলিথিন ও দুর্গন্ধমুক্ত নগরী হবে রাজশাহী: মেয়র লিটন

রাজশাহী, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:22:50

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন মহানগরী হিসেবে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রাজশাহীর খ্যাতি রয়েছে। এর আগে দেশের মধ্যে আমরা প্রথম হয়েছিলাম। আগামীতেও রাজশাহী শহর পরিচ্ছন্নতায় চ্যাম্পিয়ন হবে।’

মেয়র বলেন, ‘২০১৯ সালের মধ্যে রাজশাহী নগরীকে পলিথিন, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধমুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে।’

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচ্ছন্ন নগরী গড়তে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র লিটন বলেন, ‘আমরা নিজেদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু রাস্তাঘাট, খেলার মাঠ, শিশুপার্ক এসবকে নিজের মনে করতে পারি না। সেখানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছি। যেখানে-যেখানে ময়লা ফেলার এই অভ্যাস পরিবর্তনে সবকিছুর আমূল পরিবর্তন ঘটবে।’

পরিচ্ছন্নতায় রাজশাহী কলেজকে দৃষ্টান্ত উল্লেখ করে মেয়র বলেন, ‘রাজশাহী কলেজ ক্যাম্পাসে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আসে। এতো শিক্ষার্থীর পদচারণার পরও কলেজ ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। রাজশাহী কলেজ অধ্যক্ষ ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমরা অনুসরণ করতে পারি।’

বিডিক্লিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে লিটন বলেন, ‘পরিচ্ছন্ন নগরী গড়তে বিডিক্লিনের সদস্যরা যে শপথবাক্য পাঠ করলেন, তা অন্তরে ধারণ করে বিডিক্লিনের সদস্য সংখ্যা বাড়াতে হবে। কার্যক্রম বিস্তৃতি লাভ করবে। একদিন ঝকঝকে চকচকে কাঙ্ক্ষি বাংলাদেশ পাবো।’

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, টির্চাস ট্রেনিং কলেজের অধ্যাপক শিরিন আখতার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুল মান্নান সরকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিডিক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বিডিক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিব। এর আগে পরিচ্ছন্ন নগরী গড়তে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে বিডিক্লিন সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান মেয়র।

এ সম্পর্কিত আরও খবর