দেড় মাসে বিএসএফের গুলিতে ১০ বাংলাদেশি নিহত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 21:25:08

নতুন বছরের শুরুর দেড় মাসেই ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, 'ভারত আমাদের নাকি বন্ধু ও প্রতিবেশী দেশ। কিন্তু বাংলাদেশ-ভারতের পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্তে বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা পর কাঁটাতারে ঝুলিয়ে রাখছে এটা কোন ধরনের বন্ধুত্বের প্রতীক। কিন্তু সরকার এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ বা প্রতিবাদ করতেছে না। সেই লাশ নিয়ে আসতে হলেও ঝামেলায় পড়তে হচ্ছে। তাই অত্যন্ত দুঃখ নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি।'

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজন 'সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধ কর, ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় কর' শীর্ষক বিক্ষোভ সমাবেশে সমাবেশে এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'ভারত বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো। তাহলে বাংলাদেশিদের কে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা, পানি না দেয়া, পানির অভাবে বাংলাদেশের ৫৪টি নদী মরুভূমিতে পরিণত হচ্ছে তা দেখেও চুপ করে থাকা এটাই কি তাহলে স্বামী-স্ত্রীর সম্পর্ক। একাত্তরে মুক্তিযুদ্ধে আপনাদের সহযোগিতা আমরা অস্বীকার করছি না। এর মানে এই নয় আপনাদের যাবতীয় অন্যায় আমরা মাথা পেতে মেনে নেব। এত কিছুর পরও পররাষ্ট্রমন্ত্রী ভারতকে তেল মেরে যাচ্ছে।'

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, 'বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ধার ধারে না। হাসিনা নাকি মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করেন। ভাতের অধিকার দশ টাকা চাল ৭০ টাকা করে কেড়ে নিয়েছেন। আর ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণকে ভোট দিতে না দিয়ে অধিকার কেড়ে নিলেন। অন্যদিকে ভারত সরকার ভোটের রেজাল্ট এর আগেই আপনাদের কে অভিনন্দন জানায়। এসবের অর্থ বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারে।'

বিক্ষোভ সমাবেশে আকবর খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, মুন্নি শিখা জামালী, আবু হাসান টিপু, রাশেদা বেগম, পার্টির আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর