যশোরের বেনাপোল সিমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশের সময় ৭ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার (১ জানুয়ারী) বিজিবির অভিযানে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, সিদ্দিক বিশ্বাস (২২) ইয়াসিন বিশ্বাস (২৮) সুমন শেখ (১৯) রমজান আলী (৩০) রাবেয়া খানন (৬) মাবিয়া খনন (৪) আলামিন শেখ (২৫) শহিদুল ইসলাম (৩৭) এদের বাড়ি যশোর,ফরিদপুর,খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান,একটি অভিযানে বেনাপোরের ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহলদল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় (পুরুষ-৫ জন ও শিশু-২ জন) বাংলাদেশীকে আটক করা হয়। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।