প্রযুক্তিময় দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-22 22:30:35

প্রযুক্তিময় দেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভার আলোচকরা।

তারা বলেছেন, 'টানা তিনবারের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে এসব প্রকৌশলী দিন-রাত কাজ করে যাচ্ছেন। প্রযুক্তির ছোঁয়ায় উন্নত দেশের অবকাঠামো বিনির্মাণে তারা প্রত্যেকেই এক একজন অংশীদার।'

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনটির নবগঠিত কমিটির সভাপতি আবদুর রব ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ডাঃ এম এ মালেক।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, টেলিভিশন অ্যান্ড ফিল্ম অনুষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এজেডএম শফিকুর আলম ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আসফাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসি’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।

আলোচনায় সংগঠনের পক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সহ-সভাপতি তালুকদার সারোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাইনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হক ও সাংগঠনিক সম্পাদক এস এম সায়েম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এম এ মালেক বলেন, 'প্রযুক্তি ছাড়া কোন দেশের উন্নতি সম্ভব নয়। তাই বাংলাদেশকে প্রযুক্তিময় দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব অপরিসীম। সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের এই সংগঠনটি জড়িত।'

তিনি দেশ গঠনে ভূমিকা রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ডিপ্লোমা প্রকৌশলীদের আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর