গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুকের ওপর হামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-04 18:01:21

জাতীয় শহীদ মিনারে সমাবেশে যোগ দিতে গিয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

জানা যায়, আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্যের জেরে তার ওপর হামলা করা হয়।

আহতদের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে রাশেদ জানান, ফারুক হাসানের অবস্থা গুরুতর। ‌এই বিষয়ে এরই মধ্যে শাহবাগ থানায় জানানো হয়েছে এবং মামলা করা হবে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

এই হামলায় জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যরা জড়িত বলে অভিযোগ করে রাশেদ বলেন, ‌কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে ফারুককে। তাকে সেখানে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। তার ওপর যারা হামলা করেছে তাদেরকে এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর