দেশের উত্তর-পশ্চিমে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-04 19:30:46

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের পর কিছু অঞ্চলে রোদের দেখা মিলেছে আজ। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমের জেলা গুলোতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রর ঘরে নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি রোববার (৫ জানুয়ারি) থেকে দেশব্যাপী শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামীকাল রোববার সকালে দেশের বিভিন্ন জেলার ওপরে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এই সপ্তাহে দেশের পশ্চিম ও উত্তর দিকের জেলাগুলোর ওপরে বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও কুড়িগ্রাম জেলার ওপরে সকাল বেলার তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। দেশের ওপর দিয়ে চলমান কুয়াশা ও শৈত্যপ্রবাহ কমপক্ষে আরও ৫ থেকে ৭ দিন স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে শুরু করে ভারতের বিহার রাজ্য পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এই কুয়াশা হিমালয় পর্বতের কোল ঘেঁষে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। কুয়াশা আজ সন্ধ্যার পর থেকে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে প্রবেশ করা শুরু করবে। বিশেষ করে আজ সন্ধ্যার পর থেক দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে কুয়াশা প্রবেশ করে ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের দিকে অগ্রসর হওয়া শুরু করবে। বাংলাদেশের ওপরে অবস্থিত কুয়াশা খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনিসংহ ও সিলেট বিভাগের ওপরে বিস্তার লাভ করবে আজ শনিবার সন্ধ্যার পর থেকে।ফলে আশঙ্কা করা যাচ্ছে উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে আগত কুয়াশা ও ইতিমধ্যেই বাংলাদেশের ওপরে থাকা কুয়াশার সঙ্গে যুক্ত হয়ে তা আগামী ৩ থেকে ৫ দিন স্থায়ী হবে তবে এই কুয়াশা ৭ থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় (৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস)।

এ সম্পর্কিত আরও খবর