অপহরণের পরে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,নীলফামারী | 2025-01-05 11:27:27

নীলফামারীর কিশোরগঞ্জে এক কিশোরীকে অপহরণের পরে ধর্ষণের অভিযোগে লিখন (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। রোববার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. সাইফুল্লাহ নাঈম।

গ্রেফতারকৃত লিখন নীলফামারীর কিশোরগঞ্জের পানিয়ালপুকুর দেওয়ানিয়াপাড়া এলাকার এজাজুল হকের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, লিখন তার তিন বন্ধুসহ ভুক্তভোগীকে গত ৬ অক্টোবর অপহরণ করে ডিমলা উপজেলার চাপানী এলাকায় নিয়ে গিয়ে রব্বানীর বাড়িতে গণধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে লিখনকে গ্রেফতার করেন।

এ সম্পর্কিত আরও খবর