তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-07 20:26:19

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামস্থ মহেশখালী ছাত্র-জনতা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আমাদের বোনের সম্মানহানি যারা করেছে, আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাই। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় সম্পৃক্ত সকলকেই দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

তারা আরও বলেন, বদরখালীতে স্থাপিত সিএনজি স্টেশন মহেশখালীতে স্থানান্তরেরও দাবি জানাচ্ছি। স্থানীয় একটি চক্র স্টেশনকে কেন্দ্র করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, যার ফলে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

মানববন্ধনে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আশেকুল ইসলাম আকাশের সঞ্চালনায় এবং মহসিন কলেজের শিক্ষার্থী মো. আজমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ বাইজিদ হোসাইন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সায়েদ মোস্তাফিজ আলম, ক্যাফ ইউথ গ্রুপের চেয়ারম্যান হানিফ নোমান, হাটহাজারী কলেজের শিক্ষক মাসুক ইলাহী, জেলা সমন্বয়ক মো. আরমান শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাসির উদ্দীন, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মুহাম্মদ মুহসিন, এম ই এস কলেজ শিক্ষার্থী সায়েদ হোছাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ত্বকি ওসমান এবং চট্টগ্রাম সিটি কলেজ শিক্ষার্থী আবুল কাসেম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর