নদী পথে যোগ হচ্ছে হাইব্রিড সোলার বোট

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-22 11:34:39

দেশের নদী পথে নতুন সংযোজন হচ্ছে হাইব্রিড সোলার বোট। রহিম আফরোজ রিনিউএবল এনার্জি লি. এবং তারাতারি শিপিং ইয়ার্ড যৌথভাবে বাজারে আনছে এ বোট।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে তারাতারি শিপিং ইয়ার্ডের ম্যানেজিং ডিরেক্টর ইভস মারি এ তথ্য জানান।

তিনি বলেন, অন্য যেকোনো বোটে অনেক এনার্জি লস হয়। কিন্তু নতুন উদ্ভাবিত এ সোলার বোট নবায়নযোগ্য শক্তিতে পানিতে চলবে। তবে কেউ ইচ্ছা করলে এটিকে ডিজেল বা পেট্রোল দিয়েও চালাতে পারবেন।

এ বোটের আবিষ্কারক বাংলাদেশ। এটি চট্টগ্রামকেন্দ্রীক তারাতারি শিপিং ইয়ার্ড থেকে বাণিজ্যিক মার্কেটিং এ যাবে।

ইতোমধ্যে এ বোট নিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, কণর্ফুলী ও বঙ্গোপসাগের মোহনা পরীক্ষামূলক ভ্রমণ করেছেন তিনি।

২৪ বছর আগে তিনি ফ্রান্স থেকে একটি বোট নিয়ে বাংলাদেশে এসেছেন। আর দেশে ফিরে যাননি। এ দেশে তারাতারি শিপিং ইয়ার্ড তৈরি করেন।

এখানে তিনি নবায়নযোগ্য সোলার বোট তৈরি করেন। এ বোটে ব্যাটারি সরবরাহ করে রহিম আফরোজ।

বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ বোট তৈরি করেন তিনি।

ইভস মারে বলেন, এখন পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছি। বাণিজ্যিকভাবে বাজারে আসবে আগামী বছর। এ বোটের প্রকৃত নাম হবে "সোলার পাওয়ার ইলেক্ট্রিক বোট।’ এটিকে ফ্রান্সের বিভিন্ন বোটের মডেল দিয়ে তৈরি করা হচ্ছে। যেটি জলবায়ূ পরিবর্তনের সঙ্গে খুব মানানসই।

কারণ এ ধরনের বোট বন্যার সময় মানুষের ব্যাপক উপকারে আসবে। এ বোটে বাংলাদেশে ইলেক্ট্রিক বোটের বিপ্লব ঘটবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন দর্পন চাকমা ও শেখ মনোয়ার আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর