রাজবাড়ীতে ড্রেজার পাইপের গোডাউন থেকে অস্ত্র-গুলি উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম. রাজবাড়ী | 2025-01-09 09:32:49

রাজবাড়ীতে খানখানাপুর ইউনিয়নের বেদন ডাংগার সমাট্র নগর বাজার এলাকার সাদ্দাম হোসেনের ড্রেজার পাইপের গোডাউন থেকে ৩ টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩টি খালি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ ।

এ ঘটনায় গোডাউনের মালিক সাদ্দাম হোসেন (৩০) পলাতক রয়েছে। পলাতক সাদ্দাম হোসেন গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া গ্রামের শাজাহান মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান চালানো হয় বলে তিনি জানান।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব, এসআই জুয়েল ও এসআই সেলিম সঙ্গীয় ফোর্স উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন গোধূলী পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক বিক্রেতা সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে গোধূলি পার্কের পাশে ইয়াবা দেওয়ার জন্য আসছে। ওই সময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে আবার সম্রাট নগর বাজার এলাকার দিকে চলে যায়।

তখন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির সম্রাট নগর বাজার এলাকায় যায়। তবে সাদ্দাম ওই বাজারে তার দোকানের গোডাউনের সামনে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ তার গোডাউন ঘরে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ৩টি খালি ম্যাগজিন উদ্ধার করে। পরে খবর পেয়ে ডিবির একটি টিম সেখানে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় ডিবির সহায়তায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হবে। পলাতক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর